তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তিনদিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।
সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, আগামী ৮ মে সকাল থেকে ১১ মে পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
পুতিন ‘মানবিক দিক বিবেচনা করে’ এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এই ঘোষণায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।