কঙ্গনা বলেন, ‘সব সময়ই আমি একজনকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু তখন বিয়ের সুযোগ পাইনি। তবে আমার বর্তমান জীবন নিয়ে আমি খুবই খুশি। এমনকি আমি কখনোই আমার জীবনে খারাপ কিছু হোক চাইনি। ঈশ্বরকে ধন্যবাদ যে তখন বিয়েটা হয়নি। ঈশ্বর, তুমি আমাকে বাঁচিয়েছ।’
বর্তমানে এ অভিনেত্রী মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি ছবি নিয়ে ব্যস্ত অাছে। এ ছবিতে কঙ্গনা ঝাঁসির বীর রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করেছেন।