অবশেষে স্ত্রীর অনুমতি পেলেন শাহরুখ

বিনোদন ডেস্ক: রুপালি পর্দায় তিনি সুপারস্টার। ইচ্ছা পূরণে যা ভালো মনে করেন তাই করেন। কিন্তু পর্দায় বাইরে তিনি স্ত্রীর অবাধ্য হন না। বলছি, বলিউড বাদশা শাহরুখ খানের কথা। এতদিন সোশ্যাল সাইটে হাজারো ছবি পোস্ট করলেও তাই পোস্ট করা হয়নি গৌরীর সঙ্গে কোনো সেলফি। অনুমতি মেলেনি যে। অবশেষে, মিলল সেই অনুমতি। ইউরোপে বেড়াতে গিয়ে এই প্রথম স্ত্রীর সঙ্গে সেলফি টুইট করলেন তিনি।

গরমের ছুটিতে ইউরোপে দেদার মজা করছে খান পরিবার। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সেই ছবি মুহূর্তের ছবি শেয়ার করে ফ্যানেদের তেষ্টা মেটাতেও চেষ্টার কসুর করছেন না শাহরুখ। তেমনই শনিবার গভীর রাতে গৌরীর সঙ্গে টুইট করেন শাহরুখ। লেখেন, ‘এত বছর পর অবশেষে তিনি আমাকে একটা ছবি পোস্ট করার অনুমতি দিলেন।’

পরবর্তী ছবি ‘জ়িরো’-র শুটিং শেষে ফ্রান্সে সপরিবারে ছুটি কাটাচ্ছেন শাহরুখ। বলা বাহুল্য, ব্যস্ত কর্তার সঙ্গে বিদেশ সফরে গিয়ে মন গলেছে গৌরীর।