বছরের মাঝামাঝিতে এসে আবারো নতুন গান প্রকাশ হচ্ছে এ শিল্পীর। গানের শিরোনাম ‘একলা হতে চাই’। নিহার আহমেদের কথায় গানটির সুর করেছেন বেলাল খান ও মিউজিক করেছেন সাজিদ সরকার। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে আগামী ২০শে জুলাই প্রকাশ পাবে গানটি।
প্রতিষ্ঠানটির কর্ণধার পারভিন সুলতানা জানিয়েছেন, আপাতত গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হবে। শিগগিরই এর ভিডিও প্রকাশ পাবে। গানটি প্রসঙ্গে তাহসান বলেন, এর সুর ও সংগীত ভালো হয়েছে। আমি যে ধারার গান করি এ গানটিও তেমনই। তবে কিছুটা ব্যতিক্রম থাকছে। গানটি শুনলেই শ্রোতারা এ ভিন্নতা খুঁজে পাবেন। আর সেভেনটিউনস একটি নতুন লেভেল। আমি আশা করবো প্রতিষ্ঠানটি আগামীতে আরো ভালো ভালো গান শ্রোতাদের উপহার দেবে। এর আগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের ‘কসম’ গানটির মাধ্যমে যাত্রা শুরু করে সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট। গানটি বেশ জনপ্রিয়তা পায়।