অন্যদের অভিনয়েও প্রশংসার ঝড় উঠেছে। এদিকে সঞ্জয় দত্তের অবদানও যে কম নয়। তার জীবনের চড়াই-উৎরাইয়ের জন্যই যে ‘সঞ্জু’ সফল তা অস্বীকার করার কোনও উপায় নেই। সে দিক থেকে দেখতে হলে সঞ্জয় দত্তের একটা মোটা টাকাই পাওয়া উচিত। এ নিয়ে বলিউডে অজস্র রটনার কথা কানে আসছে।
কেউ বলছেন, সঞ্জয় দত্ত নাকি এক টাকাও নেননি। আবার এ-ও শোনা যাচ্ছে, ভালো টাকাই নিয়েছেন সঞ্জয় দত্ত। তবে ছবির প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, টাকার অঙ্কে বিরাট সমঝোতা করেছেন সঞ্জয় দত্ত।
শেষ পর্যন্ত ১০ কোটি টাকায় নিজের জীবন নিয়ে ছবি তৈরির অনুমতি দেন সঞ্জু বাবা। সঙ্গে লাভের একটা অংশও দাবি করেন অভিনেতা। আর তার পরই নাকি রাজু হিরানি এবং বিধু বিনোদ চোপড়া ‘সঞ্জু’ নিয়ে এগিয়েছেন।