আইরিন বলেন, এ ছবির কাজ গতকাল কুয়াকাটায় শুরু করেছি। ছবিটি নিয়ে বেশি কিছু বলা নিষেধ রয়েছে। শুধু এটুকু বলতে চাই, এ ছবিতে আমাকে দর্শক একটু ভিন্ন লুকে দেখতে পাবেন। বিদ্যুৎ পৌঁছায়নি এখনো, এমন একটি গ্রামের গল্প থাকছে ছবিতে। আমাকে গ্রামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শকরা।
অনন্য মামুনের টিমের পরিচালনায় জামরুল রাজু ভাই এ ছবির নির্দেশনা দিচ্ছেন। ছবিতে আইরিনের বিপরীতে কে অভিনয় করছেন জানতে চাইলে তিনি মৃদু হাসি দিয়ে জানান, এটাই থাকছে বড় একটা চমক। এটা এখনই জানাতে চাই না। বর্তমানে ছবির গানের শুটিং চলছে। এরপর শুরু হবে মূল গল্পের কাজ।
উল্লেখ্য, এ যাবৎ আইরিন সুলতানা অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘মায়াবীনি’, ‘এক পৃথিবী প্রেম’। সামনে তার অভিনয়ে বুলবুল জিলানী পরিচালিত ‘ রৌদ্রছায়া’, সাইফ চন্দনের ‘টার্গেট’, শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’, অরণ্য পলাশের ‘গন্তব্য’, হারুন-উজ-জামানের ‘পদ্মার প্রেম’ নামের ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।