এফডিসির কড়ইতলায় মঙ্গলবার রাত ৮টার সময় ‘বয়ফ্রেন্ড’ সিনেমার শুটিং স্পটে এ ঘটনা ঘটে। ওই সময় উপস্থিত ছিলেন পরিচালক উত্তম আকাশ ও নেহাল দত্ত। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
জানা যায়, জিয়াউল হক মুনির ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন। এসময় সহকারী পরিচালক সমিতির সাধারণ সম্পাদক সর্দার মামুন ও সহ-সভাপতি কাজী মুনির দলবল নিয়ে হামলা করলে মুনির আহত হন।
পরে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। এছাড়াও বিষয়টির সুরাহার জন্য বুধবার দুই সংগঠনকে পরিচালক সমিতির কার্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানান।
জানা গেছে, সমিতির সদস্য না হয়েও সিনেমায় সহকারী পরিচালকের কাজ করার কারণে তার ওপর হামলার ঘটনা ঘটে।
আরো জানা যায়, আহত মুনির সহকারী পরিচালক সমিতির সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করছিলেন। একাধিকবার চিঠিও দিয়েছিলেন। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় তিনি শুটিংয়ে যোগ দেন।
মুনির বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।