বুধবার সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছালে তাকে আটক করা হয়। আটক রমজান আলীর বাড়ি চট্টগ্রামের ছটিকছড়িতে।
কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. মনির হোসেন জানান, গোপন সংবাদে রমজান আলী নামের এক যাত্রীকে চ্যালেঞ্জ করেন কাস্টমস কর্মকর্তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্বীকার করেন। এরপর এক্স-রে করা হয়। তখন রমজানের মলদ্বারে স্বর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
তিনি জানান, এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।