গল্পে দেখা যাবে, প্রভা ও নাঈমের বিয়ে হয়েছে নয় বছর। এরও আগে তাদের দুই বছরের প্রেমের অধ্যায় ছিল।
সংসার জীবনে যুক্ত হয়েছে মেয়ে। কিন্তু তাদের জীবন দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। একদিন অন্তর ঝগড়া। দাম্পত্য কলহ শুরু হয় প্রভার জীবনে। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।
এ নাটকে আইরিন চরিত্রে দেখা যাবে প্রভাকে অভিনয় করতে। নাটকটিতে আরো অভিনয় করেছেন মাজনুন মিজান, শামস সুমন প্রমুখ। আগামীকাল রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ‘কুয়াশায় ঘেরা’।