আলিয়ার সঙ্গে প্রেমের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে রণবীর জানান, এই প্রশ্নের উত্তর দিতে তিনি রাজি নন। তবে সিঙ্গেল নন বলেও ইঙ্গিত দেন । তারপরেও সম্প্রতি রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে আলিয়ার দহরম-মহরম সম্পর্ক সেই আলোচনার রসদ জুগিয়েছে।
কিছুদিন আগেও মুম্বাইয়ের এক রেস্টুরেন্টে রণবীর, নীতু কাপুর আর রণবীরের বোনের সঙ্গে ডিনার করেন আলিয়া।
কাজেই রণবীরের পরিবারের সঙ্গে আলিয়ার সম্পর্ক ঠিক পথেই যাচ্ছে বলে ধরে নেয়া যায়। বিশেষ করে ‘হবু শাশুড়ি’ নীতু কাপুরের সঙ্গে তো একেবারে আহ্লাদী সম্পর্ক। দুজনের মধ্যে বলতে গেলে প্রতিদিনই ইনস্টাগ্রামে কমেন্ট, ছবি বিনিময় হচ্ছে। মধুর মধুর কমেন্ট চালাচালি করছেন ‘হবু সাস-বহু’।
এমনকি গত বুধবার আলিয়ার মেকআপ আর্টিস্ট সাইনির জন্মদিনে আলিয়া তাঁর সঙ্গে একটা ছবি পোস্ট করলে সেখানে নীতু কাপুর কমেন্ট করেন। আর কমেন্টের রিপ্লাইয়ে আদরের ইমোটিকন দেন আলিয়া। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সাস অ্যান্ড বহু গোলস’ ,‘সাসু মা লাভ’ এমন নানা ধরণের টিপ্পনিমুলক কমেন্ট করেন অনেকে। এমন সুযোগ হাতছাড়া করে নি গণমাধ্যমগুলোও। রণবীর-আলিয়া বিয়ে করবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। বর্তমানে রণবীর-আলিয়া বিদেশে ডেট করছেন বলেও শোনা যাচ্ছে।
আলিয়া-রণবীর তাদের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ে বুলগেরিয়ায় আছেন। অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অমিতাভ বচ্চনসহ নাগার্জুনের মতো খ্যাতিমান অভিনেতাদেরও দেখা মিলবে। ছবিটি সামনের বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।