এবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নওয়াজের পোস্ট করা ছবি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে ছবির সঙ্গে লেখা ক্যাপশন, ঝড় তুলেছে মিডিয়া অঙ্গনে।
নওয়াজউদ্দিন এক বিদেশি নারীর সঙ্গে তাঁর একটি ছবি টুইট করে ক্যাপশনে লিখেন- ‘ইয়ে লাড়কি মেরে রোম রোম মে হ্যায়’ (মেয়েটি আমার শিরায় শিরায়)। তারপর থেকেই নওয়াজের এই ছবিকে ঘিরে ইন্টারনেটে নানা কথা বলাবলি হচ্ছে। এমনকি লন্ডনের হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করতে থাকা বলিউডের নামকরা অভিনেতা ইরফান খান টুইট করেছেন , ‘কিছু যেন করে ফেলো না!’
নওয়াজের সঙ্গে ছবিতে বিদেশী এই সুন্দরী হলেন ইতালিয়ান অভিনেত্রী ভ্যালেন্টিনা কর্তি। নওয়াজের সঙ্গে তার আগামী ছবিতে অভিনয় করার গুঞ্জন চলছে। তবে এই ইতালিয়ান অভিনেত্রী কোন চরিত্রে অভিনয় করবেন অথবা আদৌ করবেন কি না, তা এখনো জানা যায়নি। আবার অনেকেই মনে করছেন, টুইটারের এই ছবি নওয়াজের ছবির শুটিংয়ের কোনো দৃশ্য।