যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার: যশোরে বিদ্যুৎস্পৃষ্টে হালিমা খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি মণিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের সুমন হোসেনের স্ত্রী।

পুলিশ জানিয়েছেন, রোববার দুপুর একটার দিকে হালিমা বাড়িতে রাইচ কুকারে ভাত রান্না করছিলেন। এ সময় তিনি রাইচ কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে মণিরামপুর থানা পুলিশ বিকাল তিনটায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।