কিন্তু ভাগ্যদেবী সুপ্রসন্ন হল না। বন্ধ হয়ে গেল শ্বেতা বচ্চন অভিনীত বিজ্ঞাপনটি।
জানা গেছে, কল্যাণ জুয়েলার্স নামক একটি অলঙ্কার সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন শ্বেতা। সেখানে অমিতাভের মেয়ের ভূমিকাতেই ছিলেন তিনি। বিজ্ঞাপনটিতে একটি সামাজিক বার্তা ছিলো যা স্পর্শ করেছে বহু মানুষকে। বিগ-বি নিজেও এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছিলেন।
বিজ্ঞাপনটি খুব স্বল্প সময়ে প্রশংসিত হয়। এমন সময়ই ঘটনা নতুনদিকে মোড় নেয়। একটি ব্যাংক ইউনিয়ন সংস্থা বিজ্ঞাপনটিকে ‘ভুল মেসেজ’ দেয়ার দোষে দুষ্ট বলে চিঠি দেয়। চাপে পড়ে বিজ্ঞাপনটিকে তুলে নিতে বাধ্য হয় অলঙ্কার প্রস্তুতকারক সংস্থাটি।