নিজস্ব প্রতিবেদক, যশোর: কৃতিত্বপূর্ণ ফলাফল করায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ পেলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চার জন শিক্ষার্থী। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাঁদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম প্রমুখ বক্তৃতা দেন। উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের উপাচার্যবৃন্দ।
২০১৭ সালের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রথম স্থান অধিকারী ১৬৩ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ পেয়েছেন।
উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়।