কিন্তু প্রতিবারের মতো এবারো তিনি সিদ্ধান্ত নিয়েছেন বেছে কাজ করার। বেছে কয়েকটি নাটকে শুধু অভিনয় করবেন। আর তারই ধারাবাহিকতায় দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙ-এর দুর্গা পূজার বিশেষ ফটোশুটের মডেল হিসেবে কাজ করলেন। কয়েকদিন আগেই এর ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। এ কাজটি করে বেশ উচ্ছ্বসিত তিনি।
কাজটি প্রসঙ্গে মিলা বলেন, দেশে ফিরলাম এক বছর পর। এবার এসে বেশ ভালো লাগছে। তবে সিদ্ধান্ত নিয়েছি খুব বেশি কাজ করবো না। মনপছন্দ কাজগুলো শুধু করবো। অনেক দিন পর দেশে ফিরে কোনো ফটোশুটের কাজ করলাম। খুব ভালো লেগেছে। বিপ্লব সাহা দা’র পরিকল্পনায় কাজটিও হয়েছে খুব ভালো। দেশে এলে কোনো কাজ করতে ইচ্ছে করে না। তারপরও কিছু কাজ করা হয়েই যায়। এবারো তেমনটাই হয়েছে। বিপ্লব দা’র অনুরোধ ফেলতে পারলাম না। তিনি অনেক অধিকারের সঙ্গে কাজটি আমাকে করতে বললেন। পুরো আয়োজনটি চমৎকার ছিল। আশা করছি কাজটি সবার ভালো লাগবে। এদিকে নাটকের বেশ কিছু প্রস্তাব পেয়েছেন মিলা। তবে, সব কাজ করবেন না বলে জানালেন তিনি।