এদিকে, সম্প্রতি ডেজেড ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে ভালোবাসা ও যৌনতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এ সেক্সসিম্বল অভিনেত্রী। ‘বেওয়াচ’ ছবিতে তার আবেদনময়ী উপস্থাপনা ও প্লেবয় ম্যাগাজিনে নগ্ন ছবি প্রকাশের পর তার কদর বেড়ে যায় দ্বিগুণ।
সে সময় অনেক লোভনীয় প্রস্তাবও পান তিনি। কিন্তু তার সব গ্রহণ করেননি। ভালোবাসা ও যৌনতা প্রসঙ্গে পামেলা বলেন, আমি যৌনতা পছন্দ করি। তবে, প্রেমহীন যৌনতা আমি উপভোগ করি না।