পর্দায় শারিরীক রসায়ন অনেকের সঙ্গেই উপভোগ করেছেন দর্শকরা। সবশেষ থেমেছেন ড্যানিয়েলে এসে। তবে ড্যানিয়েল আসার আগে অনেকের সঙ্গেই ডেট করেছেন তিনি। সেই তালিকায় রয়েছেন এক বিখ্যাত কমেডিয়ান। তিনি রাসেল পিটারস্। কানাডার স্ট্যান্ড-আপ কমেডিয়ান। সানির লম্বা ডেট-এর তালিকায় তিনিও একজন।
সানির ঘনিষ্ঠ সূত্রের খবর, রাসেল তার ভাল বন্ধু ছিলেন। সেই বন্ধুত্বকেই অন্য সম্পর্কের রূপ দিতে চেয়েছিলেন সানি। তারা ডেট করেন। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। সানি বুঝতে পেরেছিলেন রাসেল বন্ধু হিসাবেই ঠিক। অন্য সম্পর্কে না এগোলেই ভাল। পরে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় সানি এই ডেট-এর সিদ্ধান্তকে ভুল বলেও মন্তব্য করেন।