যশোরে প্রীতি ফুটবল ম্যাচে উদীচীকে ৩-১ গোলে হারালো বিবর্তন

স্টাফ রিপোর্টার, যশোর: ‘ফুটবল পাঁয়ে এবার সব সাংস্কৃতিক বন্ধুরা’ এই স্লোগান নিয়ে শুক্রবার বিকালে যশোর শামস উল হুদা স্টেডিয়ামে সাংস্কৃতিক সংগঠন উদীচী একাদশ ও বিবর্তন একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের উপস্থিতিতে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত থাকেন দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক একরাম-উল-দৌলা, যশোর জেলা শিল্প কলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডি এম শহিদুজ্জামান, বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম।

অধিনায়ক জন দিলিপ দাসের তত্ত্বাবধানে উদীচী দল ও বৈদ্যনাথ অধিকারী তত্ত্বাবধানে বিবর্তন দল এ খেলাই অংশগ্রহন নেয়।

উদীচীকে ৩-১ গোলে পরাজিত করে বিবর্তন খেলায় জয়লাভ করে। খেলা শেষে জয়ী দল বিবর্তন একাদশের খেলোয়ারদের মাঝে ট্রাফি তুলে দেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক একরাম-উল-দৌলা। খেলাটি পরিচালনা করেন সাবু জোয়ার্দার।