ফ্রান্সের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, খেলোয়াড়দের রাতভর পার্টি বন্ধ করতে চান জার্মান কোচ টুকেল। সেই লক্ষ্যে প্যারিস শহরের বেশ কয়েকটি প্রসিদ্ধ নাইটক্লাব ঘুরেছেন তিনি। নাইটক্লাব মালিকদের বুঝিয়ে বলেছেন পিএসজির কোনো খেলোয়াড় যদি বেশি রাতে বা ম্যাচের আগে-পরে নাইটক্লাবে আসে সঙ্গে সঙ্গে যেন পিএসজির ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়। মাঠের খেলায় সাফল্যের জন্য নেইমারদের খাদ্যাভ্যাস নিয়েও কঠোর হয়েছেন ৪৪ বছর বয়সী টুকেল।
পাস্তা খাওয়ায় নিয়ন্ত্রণ আনতে হবে। ম্যাচের আগে ফাস্ট ফুড, সফট ড্রিংকস ও সব ধরনের মিষ্টি জাতীয় খাবার একদম নিষিদ্ধ। গত মে মাসে পিএসজির কোচ হিসেবে দুই বছরের চুক্তিতে উনাই এমেরির স্থলাভিষিক্ত হন টুকেল। এর আগে বরুশিয়া ডর্টমুন্ডের কোচ ছিলেন তিনি। পিএসজি ছেড়ে আর্সেনাল কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গারের স্থলাভিষিক্ত হন এমেরি। পিএসজির প্রাক-মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন টুকেল।
বিশ্বকাপ শেষে ছুটিতে থাকায় নেইমার-এমবাপ্পের মতো বড় তারকাদের পাচ্ছেন না তিনি। হার দিয়ে প্রাক-মৌসুমের প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ (আইসিসি) শুরু করে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি। অস্ট্রিয়ায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-১ গোলে হার দেখে টুকেলের শিষ্যরা। প্রতিযোগিতায় পিএসজির শেষ দুই ম্যাচ হবে সিঙ্গাপুরে। প্রতিপক্ষ আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদ।