তামিম বললেন ধৈর্যই তার সফল হওয়ার মন্ত্র

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি চিরস্মরণীয় হয়েই থাকার কথা বাংলাদেশ দলের প্রতিটি সদস্যের। হঠাৎ বাজে সময়ের মধ্যে পড়ে যাওয়ার পর এই সিরিজেই যে নিজেদের ফিরে পাওয়া। বিশেষ করে টেস্ট সিরিজে অমন হতাশার পারফরম্যান্সের পর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এই বিশ্বাস ক’জনই বা রেখেছিলেন। কিন্তু বাংলাদেশ ঠিকই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর এই সিরিজে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন তামিম ইকবাল। দুটি সেঞ্চুরি করেছেন, সঙ্গে একটি ফিফটি। পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। আর এই সফলতার মন্ত্র হিসেবে নিজের ধৈর্যের কথা জানিয়েছেন তামিম।

সিরিজে তিন ম্যাচে তামিমের মোট রান ২৮৭। প্রথম ম্যাচে অপরাজিত ১৩০ রান। এরপর দ্বিতীয় ওয়ানডেতে করেন ৫৪ রান। শেষ ম্যাচে করলেন ১০৩ রান। ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের কোনো সিরিজে সফরকারী দলের পক্ষে সবচেয়ে বেশি রান এখন তামিমের।

ম্যাচ শেষে নিজের সফল হওয়ার মন্ত্র জানাতে গিয়ে তামিম বলেছেন, ‘আমাদের টেস্ট সিরিজটা মোটেও ভালো যায়নি। তাই আমরা অনুশীলনে অনেক বেশি পরিশ্রম করেছি। এই ফরম্যাটে (ওয়ানডে) আমরা অনেক বেশি সাচ্ছন্দ্য বোধ করি। আমার টিম চেয়েছে আমি দীর্ঘ সময় ব্যাট করি। আমি যা সফলভাবে করতে পেরেছি।’

‘ওয়েস্ট ইন্ডিজের উইকেট কখনোই সহজ নয়। আপনাকে এখনে ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্যটাই প্রধান চাবি এবং যার জন্য আমি বড় রান করতে পেরেছি।’-যোগ করেন তামিম।