যশোরের চৌগাছার নারায়ণপুরে যুবলীগের কর্মী সমাবেশ

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছার নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের উদ্দ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় নারায়ণপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য ইউপি সদস্য মনিরুজ্জামান মিলনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা যুবলীগের আহব্বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক ও চৌগাছা পৌর কাউন্সিলর আনিচুর রহমান আনিচ, উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য মাস্টার তসলিমুর রহমান, দেওয়ান আনিছুর রহমান, মোমিনুর রহমান মোমিন, প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক খালেদুর রহমান টিটো, হাফিজুর রহমান, আজাদুর রহমান আজাদ, মাস্টার ফারুক হোসেন, হাশেম আলী, আসাদুল ইসলাম আসাদ, আসিফ ইকবাল ভূট্টো, নূর মোহাম্মদ, যশোর এমএম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, প্রভাষক আলমগীর হোসেন, মিজানুর রহমান প্রমুখ।