ঝিকরগাছায় প্রয়াত যুবলীগ নেতা ওবার শোকসভা উপলক্ষে প্রস্তুতিসভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: আগামী ৩১ জুলাই যশোরের ঝিকরগাছার বিএম হাইস্কুল মাঠে উপজেলা যুবলীগের সদ্য প্রয়াত আহ্বায়ক ওবাইদুর রহমান ওবার শোকসভা উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

রোবাবর রাতে উপজেলা যুবলীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগের সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির।

জেলা যুবলীগের সহসভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও মরহুমের মেজোভাই ডা. মোস্তাফিজুর রহমান মুসা।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাহিন-উল-কবির, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, আলাউদ্দীন আলা, আলী শাহ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াছ মাহামুদ, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন বিল্লাহ রুনু, যুবলীগ নেতা সাজ্জাদুল আলম, মোস্তাফিজুর রহমান কামাল, সাদ আমিন রনি, তাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, জাফর উল হক, আলমগীর বাসার, ফিরোজ জামান তুলি, মিলন হোসেন সাদ্দাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল হাই, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক খোকন, যুগ্ম-আহ্বায়ক মনিরুল আলম মিশর, আলিমুল মৃধা, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, সাবেক ছাত্রলীগ নেতা শামছুজ্জোহা লোটাস, শেখ ইমরান প্রমুখ।