ঝিকরগাছার সাবেক চেয়ারম্যান আব্দুল জলিলের ১৮তম শাহাদৎবার্ষিকী আজ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর জলিলের ১৮তম শাহাদৎবার্সিকী আজ। ২০০০ সালের ৩০ জুলাই রাতে ইউনিয়নের কাগমারি গ্রামে সন্ত্রাসীদের হাতে খুন হন তিনি।

মরহুম আব্দুল জলিলের বড়পুত্র শাহেদুর রহমান জানিয়েছেন, শাহাদৎবার্ষিকী উপলক্ষে আজ পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিল ও গরীব অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করা হবে।