তার একমাত্র নাতনি জবা জানালা দিয়ে সব সময় খেয়াল করে চাঁদকে। হঠাৎ একদিন জবার অনুরোধে চাঁদ ডাক্তার বৃদ্ধের পাশে বসে তাকে ডাকতেই বৃদ্ধ চোখ খুলে অস্পষ্ট দেখে মৃদু হাসতেই চাঁদের চোখ থেকে অঝরে পানি পড়ে। এভাবেই এগিয়ে যায় ‘চাঁদের চাঁদা’ নাটকের গল্প।
অয়ন চৌধুরীর রচনা ও শাহনেওয়াজ রিপনের পরিচালনায় সাত পর্বের এ ধারাবাহিকে চাঁদ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এ নাটকে আরো অভিনয় করেছেন রুবিনা রেজা জুঁই, ফারুক আহমেদ, রহমত আলী, সানজিদা তনী, তমাল মাহবুব প্রমুখ। টম ক্রিয়েশন প্রযোজিত এ ধারাবাহিকটি আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
মোশাররফক করিম বলেন, অনেক সুন্দর একটি গল্প এ নাটকের। আনন্দের পাশাপাশি অনেক মেসেজও থাকবে এতে। আশা করছি ভালো লাগবে সবার।