সম্প্রতি নিজের কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা মিডিয়ার সামনে তুলে ধরলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। হায়দারাবাদের রাজ পরিবারের মেয়ে অদিতি ফিল্মি ক্যারিয়ারের শুরুর দিকে পেয়েছিলেন কুপ্রস্তাব। এক অনুষ্ঠানে তিনি সাতবছর আগের সেইদিনগুলোর অভিজ্ঞতা শেয়ার করেছেন সাংবাদিকদের সঙ্গে।
অদিতি বলেন, কাস্টিং কাউচের মধ্য দিয়ে আমাকেও যেতে হয়েছে। তবে সেসব সময়গুলোতে আমি নিজেকে সামলে নিয়েছি। এজন্য অনেক ভালো ভালো কাজ হাতছাড়াও করেছি। কাজে বিরতিও এসেছে। মেয়েদের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হয়, যে ধরনের কুপ্রস্তাব দেয়া হয় তাতে আমি শুধুই কেঁদেছি। তবে পরবর্তীতে নিজেকে আরো শক্ত করে পুনরায় কাজে ফিরেছি।