জানা গেছে, প্রিয়াঙ্কার উপরে মোটেই খুশি ছিলেন না ‘ভারত’ ছবির নির্মাতারা। তাকে ‘অপেশাদার’ বলেও আখ্যাও দেয়া হয়েছে। আর এর অন্যতম কারণ নিক জোনস।
টুইট করে প্রত্যক্ষভাবে সেই কথাও উল্লেখ করেছেন আলি আব্বাস জাফর। এখন বলিউডজুড়ে জোর প্রশ্ন ‘ভারত’ ছবিতে সালমান খানের পাশে কোন অভিনেত্রীকে দেখা যাবে।
সূত্রের খবর, সেই চরিত্রের জন্য কাটরিনা কাইফকে প্রস্তাব দেয়া হবে। সালমান খান ও ছবির প্রযোজক অতুল ও অলভিরা অগ্নিহোত্রীর সঙ্গে কাটরিনার ভালো সম্পর্ক। তাই তিনিই প্রিয়াঙ্কার স্থলাভিষিক্ত হবেন বলে মনে করা হচ্ছে।