চৌগাছায় বৃক্ষমেলার উদ্বোধন

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের অনুষ্ঠিত হওয়া তিনদিন ব্যাপী এই বৃক্ষমেলা মঙ্গলবার বেলা ১১টায় উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে ফিরে আসে। সেখানে মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহব্বায়ক দেবাশীষ মিশ্র জয়, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, যুব উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দিন, খাদ্য কর্মকর্তা সালমা খাতুন, প্রাণি সম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দীন।