মণিরামপুরে মৎস্যঘেরে বিষ প্রয়োগ : ৪ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার: মণিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাতে স্থানীয় সন্ত্রাসীরা একটি মাছের ঘেরে বিষ দিয়ে প্রায় ৪ লাখ টাকার মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার শ্যামকুড় গ্রামের মধ্যেপাড়া গ্রামের মৃত ইজাহার আলীর পুত্র জসীম উদ্দিন ব্যাংক থেকে ঋণ নিয়ে চলতি বছরের পহেলা বৈশাখ হতে একই গ্রামের ইঞ্জিনিয়ার সাজ্জাত হোসেনের মধ্যেপাড়া মাঠের ৪ বিঘা জমি ৬ বছর মেয়াদী লীজ নিয়ে মাছের চাষ শুরু করেন। সম্প্রতি ওই মাছের ঘেরকে কেন্দ্র করে স্থানীয় মফিজুর ও আজিজুরের নেতৃত্বে ৪/৫ জন যুবক ঘের মালিক জসীম উদ্দিনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। জসীম চাঁদা দিতে অস্বীকার করায় সোমবার রাত ১১ টার দিকে চিহ্নিত ওই সন্ত্রাসীরা ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরে থাকা প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন মাছ মারা যায়।

উল্লেখ্য, গত ২৬ জুলাই ওই সন্ত্রাসীদের নামে আদালতে চাঁদাবাজীর একটি মামলা করেন ঘের মালিক জসীম উদ্দিন। যার পিটিশন নম্বর সি আর ৪৪৯। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওই সন্ত্রাসী বাহিনী মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে বলে দাবি ক্ষতিগ্রস্থ জসীম উদ্দিনের। এব্যাপারে ক্ষতিগ্রস্থ ঘের মালিক জসীম উদ্দিন মঙ্গলবার মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।