ইংল্যান্ডের ১০০০তম টেস্ট শুরু আজ

স্পর্টস ডেস্ক: প্রথম দল হিসাবে টেস্টে ১০০০তম ম্যাচ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। বার্মিংহামের এজবাস্টনে আজ শুরু হবে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। এটি হবে ইংল্যান্ডের ১০০০তম টেস্ট। অন্যদিকে, ভারত আজ তাদের ৫২৩তম টেস্ট ম্যাচ খেলতে নামবে।

১৮৭৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ইংল্যান্ড ৯৯৯টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে তারা ৩৫৭টিতে জিতেছে, ২৯৭টিতে হেরেছে ও ৩৪৫টিতে ড্র হয়েছে। আর ভারত এখন পর্যন্ত ৫২২টি টেস্ট ম্যাচ খেলে ১৪৫টিতে জিতেছে, ১৬০টিতে হেরেছে ও ২১৬টিতে ড্র করেছে।

বেশি সংখ্যক টেস্ট ম্যাচ খেলার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ৮১২টি টেস্ট ম্যাচ খেলেছে তারা। তৃতীয় অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা এখন পর্যন্ত ৫৩৫টি টেস্ট খেলেছে। ৫২২টি ম্যাচ খেলে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। ৪২৭টি টেস্ট ম্যাচ খেলে পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ এখন পর্যন্ত ১০৮টি টেস্ট ম্যাচ খেলেছে।