ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে শিক্ষার্থীদের চলমান অবরোধের মধ্যে দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যে দাবিতে রাস্তায় নেমেছে তা আমরা মেনে নিয়েছি। তাদের সব দাবি যৌক্তিক। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন এবং রোড পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে নামতে পারবে না। রাস্তায় নামলে সংশ্লিষ্ট বাসের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাস্তায় চালকদের সচেতন করতে ব্যবস্থা নেবেন পরিবহন সংশ্লিষ্টরা। আর এক্ষেত্রে পথচারীদেরও সচেতন হতে হবে। তাদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে।
অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা আপনাদের ছাত্রদের, ছেলে-মেয়েদের ঘরে ও ক্লাসে ফেরত নিন। কারণ, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ঢুকে এক ধরনের স্বার্থান্বেষী মহল তাদের উদ্দেশ্য হাসিল করতে চাইবে। এই সুযোগে এই মহলটি গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ করছে।
বৈঠকে নৌমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।