স্টাফ রিপোর্টার: প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতার স্ত্রী দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সদস্য রেবা রহমান শনিবার সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সহ সভাপতি প্রদীপ ঘোষ, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, জেইউজে নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও মিরাজুল কবীর টিটো।
অপর এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোর-জেইউজের নেতৃবৃন্দ।
বিবৃতিতে সংগঠনের সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক এম. আইউব, সহ-সভাপতি শহিদ জয়, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ আকরামুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি এবং নির্বাহী সদস্য অনুব্রত সাহা মিঠুন এ শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন।
পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র সহ সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, নির্বাহী সদস্য নূর ইমাম বাবুল ও গোপীনাথ দাস।
একইসাথে নেতৃবৃন্দ রেবা রহমানের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।