বেনাপোলে ৪০ হাজার মার্কিন ডলারসহ ভারতীয় আটক

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় ৪০ হাজার মার্কিন ডলারসহ জিসান (৩৪) নামে এক ভারতীয় নাগরীককে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার বেলা ১ টার সময় তাকে আটক করা হয়।

আটক জিশান কোলকাতা শহরের ইকবালপুর এলাকার এস কে মোশাররফ হোসেনের ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা ( সহকারী কমিশনার) ছবি রানী দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে পাচার করে নিয়ে আসা জিসান কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হলে আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালে পৌছলে তাকে তল্লাশি করে সে তার পায়ের জুতার ভিতর থেকে ৪০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

আটককৃতকে মুদ্রা পাচারের আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এ এস আই শাহিন ফরহাদ ঘটনার সত্যতা শিকার করেছে।