বেনাপোল সীমান্ত দিয়ে পাচারেরর সময় ৮৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল ৯ টার সময় বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত দিয়ে পাচারের সময় বিজিবি চোরাচালানিদের ধাওয়া করে ফেনসিডিল উদ্ধার করে। তবে কোন আসামি আটক হয়নি।
বিজিবি সুত্র জানায়, ভারত থেকে ঘিবা মাঠে ফেনসিডিল নিয়ে আসলে বিজিবি চোরাচালানিদের ধাওয়া করে। তখন চোরাচালানিরা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। ফেনসিডিলের বস্তা ক্যাম্পে এনে গননা করে ৮৮৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
৪৯ বিজিবি যশোর এর অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান বলেন, ফেনসিডিল যশোর ঝুমঝুমপুরে ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়েছে।