বকেয়া বিল পরিশোধ ও বেতন বৃদ্ধি সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের আর এন রোড সংলগ্ন কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত দুই বছর ধরে বিভিন্ন পরীক্ষা ও অন্যান্য কাজের ন্যায্য পারিশ্রমিক বিল তিন মাস আগে জমা দেওয়া হলেও তা এখনো পাননি। দ্রুত এই বকেয়া বিল পরিশোধের দাবিতে তারা রাস্তায় নেমেছেন।
মানববন্ধনে কলেজের অধ্যক্ষ ডা. মোঃ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক ডা. মোঃ শফিউল আলম, ডা. ইয়াসমিন আক্তার, ডা. মৃণাল কান্তি দাস, অধ্যাপক ডা. মোঃ আব্দুল্লাহ আল বাকী ও হাসপাতালের কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, ২০২৩ সালের ম্যানেজিং কমিটির সুপারিশকৃত বেতন বাজেট কার্যকর করা, ডিএইচএমএস নির্বাচনী পরীক্ষা ও অনুশীলন ক্লাস-২০২৩ এবং ৪৫তম ইন্টার্নি প্রশিক্ষণের দায়িত্ব ভাতা প্রদান, ডিএইচএমএস নির্বাচনী পরীক্ষা ও অনুশীলন ক্লাস-২০২৪ এবং ৪৬তম ইন্টার্নি প্রশিক্ষণের দায়িত্ব ভাতা প্রদান, হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল কর্তৃক প্রদত্ত বেনিফিট ভাতা ছাড়ের ব্যবস্থা করা এবং ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের জন্য এডহক কমিটি গঠন করা।
বক্তারা তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান