বিশ্বকাপজয়ী ফরাসি অধিনায়ক হুগো লরিস গ্রেফতার!

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে গ্রেফতার হতে হলো অত্যন্ত ভদ্র ও সজ্জন হিসেবে পরিচিত ফরাসি ফুটবল দলের অধিনায়ক হুগো লরিসকে।

বিশ্বকাপ জয়ী এ অধিনায়ককে (৩১) শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মধ্য লন্ডনের গ্লসটার প্লেস এলাকা থেকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ।

সাত ঘন্টা থানায় থাকতে হয়েছিল তাকে। শনিবার সকালে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের কোর্টে ক্ষমা চাওয়ার পর তিনি জামিন পান।

মামলার শাস্তি ঘোষণা করা হবে পরে। তবে মামলার শুনানিতে হাজির হতে হবে তাকে।

শুক্রবার রাতে বন্ধুদের নিয়ে ডিনার করতে বেরিয়েছিলেন লরিস। সঙ্গে ছিলেন বিশ্বকাপজয়ী ফরাসি দলেন সতীর্থ অলিভিয়ে জিরু এবং আর্সেনালের ফরাসি তারকা লরেন্ত কোসেলনি। কিন্তু রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের গাড়ি আটকে দেয় পুলিশ। ওই সময় লরিস পেট্রোল নিচ্ছিলেন। গাড়িতে একাই ছিলেন তিনি।

ফরাসি গোলরক্ষকের মুখে ব্রেথঅ্যালাইজার লাগিয়ে পুলিশ নিশ্চিত হয়, তিনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন।

এরপর তাকে থানায় নিয়ে ডিএনএ এবং আঙুলের ছাপ নেয়ার পর লকআপে ৭ ঘন্টা রাখে পুলিশ।