রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোয় নাদাল

প্রথম দুই রাউন্ডে তেমন একটা পরীক্ষার সম্মুখীন হতে হয়নি। তবে তৃতীয় রাউন্ডে বেশ কঠিন পরীক্ষাই দিতে হলো ইউএস ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে। চার সেটের লড়াইয়ে রাশিয়ার ক্যারেন খচানোভকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছেন স্প্যানিশ তারকা।

৩২ বছর বয়সি নাদাল নিউ ইয়র্কে শুক্রবার প্রথম সেট হেরে বসেছিলেন ৫-৭ গেমে। তবে পরের তিন সেট ৭-৫, ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৩) গেমে জিতে নেন শীর্ষ বাছাই এই স্প্যানিয়ার্ড।

১৭ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী নাদাল শেষ ষোলোয় জর্জিয়ার নিকোলোজ বাসিলাসভিলির বিপক্ষে খেলবেন। ইউএস ওপেনে নাদাল তার চতুর্থ শিরোপার খোঁজে আছেন।

মেয়েদের এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্লোন স্টেফেন্সও শেষ ষোলোয় উঠেছেন। তৃতীয় বাছাই এই মার্কিন তারকা দুবারের গ্র্যান্ড স্লাম বিজয়ী বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারান ৬-৩, ৬-৪ গেমে।

ফ্রেঞ্চ ওপেন ফাইনালিস্ট ২৫ বছর বয়সি স্টেফেন্স পরের রাউন্ডে ১৫তম বাছাই বেলজিয়ামের এলিস মার্টন্সের মুখোমুখি হবেন।