তিনি ঢালিউডের কিং খান। এ পারের পাশাপাশি ওপার বাংলার দর্শকেরও মন এরইমধ্যে জয় করেছেন। তার অভিনীত ছবি ‘শিকারী’, ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ দেশের পাশাপাশি দেশের বাইরের দর্শকও দেখে মুগ্ধ হয়েছেন। তার বিপরীতে কলকাতার শীর্ষ নায়িকারা কাজ করেছেন। প্রতিনিয়ত নিজেকে ভেঙে দর্শকের সামনে নতুন চরিত্র নিয়ে হাজির হওয়ার চেষ্টা করছেন তিনি। সে অনুযায়ী নতুন ছবির কাজ হাতে নিচ্ছেন। তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খান। আজ তার অভিনীত ও ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস) এর ব্যানারে নতুন ছবি ‘নাকাব’ ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
এ ছবিতে শাকিবের বিপরীতে প্রথমবার কলকাতার দুই বড় তারকা নুসরাত ও সায়ন্তিকা অভিনয় করেছেন। সাফটা চুক্তির আওতায় এ ছবিটি আজ বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তিতে দেখা দেয় সমস্যা। এখনো সেন্সরে ছবিটি জমা হয়নি। সাফটা চুক্তির আওতায় কলকাতার অন্য ছবি মুক্তি পেলেও শাকিবের ছবিগুলো মুক্তিতেই দেখা দেয় সমস্যা। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এ ছবিটি বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শাকিব খান বলেন, আমার কথা হচ্ছে এ ছবিটি ওপারের হলেও হিরোটা কিন্তু বাংলাদেশের। ‘নাকাব’ মুক্তিতে কী সমস্যা এটা আমার ঠিক জানা নেই। এ ছবির নায়ক তো বাংলাদেশের শাকিব খান। এই বিচারেইতো ছবিটি মুক্তি পেতে পারে। এমনিতেই এখন ভালো কোনো ছবি প্রেক্ষাগৃহে নেই। চলচ্চিত্রের খারাপ সময়টা দেখতে চাই না আমি। আর শুনতে চাই না যে ভালো ছবির অভাবে সিনেমা হল আবারো বন্ধ হয়ে যাচ্ছে। ‘নাকাব’ একই সঙ্গে দুই দেশে মুক্তি পেলে ব্যবসায়িকভাবেও লাভবান হতো দুই দেশই। সিনেমা হল মালিকরাও ছবিটি চালানোর জন্য অপেক্ষা করছেন। আর সেখানে এ ছবিটি মুক্তিতে কেন বাধা আসছে তা বুঝতে পারছি না। এটা সত্যিই দুঃখজনক।
তিনি ক্ষুদ্ধ সুরে আরো বলেন, যখনই আমার অভিনীত কোনো ভালো ছবি এখানে মুক্তি পেতে যাচ্ছে তখনই আমাকে টেনে ধরা হচ্ছে। আমি তো ওই বাংলার পাশাপাশি এই বাংলাতেও সমান তালে কাজ করছি। এইতো ২৫শে সেপ্টেম্বর থেকে শাহীন সুমনের নতুন ছবি ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ এর কাজ শুরু করব। এরপর শামীম আহমেদ রনীর ‘শাহেনশাহ’ ছবির কাজ শুরু হবে। আমি তো দুই বাংলাতেই কাজ করছি। তাহলে আমার ছবি মুক্তিতে কেন বার বার বাধার শিকার হতে হচ্ছে? বহু দলে বিভক্ত সিনেমার মানুষেরা। যারা ছবি প্রযোজনা করছেন তাদের থামিয়ে দেয়া হচ্ছে বিভিন্নভাবে। এভাবে চলতে থাকলে তো প্রযোজকরা ভয়ে আর নতুন কোনো ছবি প্রযোজনা করতে চাইবে না। ভালো সিনেমার কাজ বন্ধ হয়ে গেলে ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
ুএই দুঃসময়টা দেখতে চান না শাকিব খান। ভালো কাজ করে যেতে চান তিনি। বর্তমানে শাকিব খান একমাত্র নায়ক এখন যার ছবি কোনো উৎসব ছাড়াও বছরের বিভিন্ন সময় মুক্তি পাওয়ার পর দর্শক তা পছন্দ করছেন।