কেশবপুর পৌর নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন

যশোরের কেশবপুর পৌর নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ইলেকট্রিক সুইচ টিপে নির্মান শ্রমিক ইউনিয়নের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কেশবপুর পৌর নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ উপলক্ষে শহরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মঞ্জুরুল হোসেন ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, সাংবাদিক কামরুজ্জামান হোসেন, শ্রমিক নেতা মজিবুর রহমান, মেঘনা ইন্ডাঃ এর মাকসুদুল আলম, তুবা পাইপ এন্ড ফিটিংস এর ম্যানেজার শামিম হোসেন, পৌর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি বাপ্পি হোসেন, যুগ্ম-সম্পাদক উবাইদুল ইসলাম ও দপ্তর সম্পাদক আব্দুল হাকিম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শামীম আখতার মুকুল। উক্ত অনুষ্ঠানে কেশবপুর পৌর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্য মাদককে না বলে শপথ গ্রহণ করে।