যশোর জেলায় ৬৭০ মন্ডবে দুর্গাপূজা হবে

বর্ণাট্য আয়োজনে আগামী ১৫ অক্টোবর থেকে পাঁচদিন ব্যাপি হিন্দুধর্মের শারদীয় দুর্গাপূজা উৎসব শুরু হচ্ছে। এবার যশোরের আট উপজেলায় ৬৭০ মন্ডপে পূজা হবে। তারমধ্যে সদরে ১৪৫, শার্শায় ৩০, ঝিকরগাছায় ৫৩, মণিরামপুরে ৯২, কেশবপুর ৯৩, বাঘারপাড়া ৮৯, অভয়নগরে ১২৪ ও চৌগাছায় ৪৪ টি মন্ডবে পূজা হবে।

শনিবার যশোর শহরের লালদিঘির পাড়স্থ হরিসভা মন্দিরে সংবাদ সম্মেলন থেকে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ দত্ত এসব তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু, সহ-সভাপতি দীপক কুমার রায়, কার্তিক কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন ঘোষ, রতন আচার্য, কোষাধ্যক্ষ মৃণাল রায়, সদরের সভাপতি দুলাল সর্মাদ্দার, সাধারণ সম্পাদক দেবেন্দ্র নাথ রায় প্রমুখ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সাথে একাধিক বার পূজা উদযপন পরিষদের মতবিনিময় হয়েছে। নিরাপত্তা দিতে প্রতিটি মন্ডবে পুলিশ ও নিরাপত্তকর্মীদের কঠোর সর্তকতা থাকবে। সাম্প্রদায়িক উদ্ভূট পরিস্থিতি এড়াতে উত্তোজনা মূলক গান, পটকা ও বাঁজি ফুটানো নিষিদ্ধ করা হয়েছে। মন্ডবে হিন্দু মুসলমান যে কেউ এ গুলো করতে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।

পূজা শেষে বরাবরের মত এবারও ঐতিহাসিক লালদিঘিতে প্রতিমা নিরঞ্জন করা হবে। সকল নির্দেশনা পূজা উদযাপন পরিষদ থেকে সকল মন্ডবে নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বক্ষনিকভাবে দায়িত্ব পালনের জন্য হরিসভা মন্দিরে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। মন্ডব কর্তৃপক্ষ এখান থেকে সকল নির্দেশনা জানতে পারবে।