নৌকা মার্কায় ভোট চেয়ে কাজী নাবিল আহমেদের লিফলেট বিতরণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর সদর উপজেলায় বর্তমান সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত নৌকার ছবি দিয়ে লিফলেট বিতরণ করেছেন যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

রোববার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে তিনি লিফলেট বিতরণ শুরু করেন। তারপর চিত্রামোড়, আরএনরোড, এইচএম আলী রোল, দড়াটানা সহ শহরের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষ, ব্যবসায়ী, রিক্সাচালক, ইজিবাইক চালক ফুটপথ হকারদের মাঝে লিফলেট দিয়ে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন।

লিফলেটে উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসা কলেজের নতুন ভবন, রাস্তা-ঘাট, বিদ্যুৎ সংযোগ, বৃক্ষরোপন, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ক্যাম্পস (পিটিআই), সচেতনতামূলক সভা, মসজিদ, মন্দিরের উন্নয়ন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ছবি দিয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।

এ সময় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, সাবেক জেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর কবীর বিজু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সদরের আহবায়ক অশোক কুমার বোস, যুগ্ম-আহবায়ক মাজাহারুল ইসলাম মাজহার ও শহীদুজ্জামান শহীদ, শহরের আহবায়ক মাহামুদুল হাসান মিলু, যুগ্ম-আহবায়ক সোলইম্যান খান র‌্যাফেল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।