রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোরের রাজগঞ্জের পল্লীতে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু-জন নিহত ও ১ জন আহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের এনায়েতপুর বাজারে দুর্ঘটনাটি ঘটে৷

নিহতরা হলেন, এনায়েতপুর গ্রামের মহিনুদ্দীনের ছেলে বাইসাইকেল চালক আব্দুস সাত্তার (৪৭) ও একই উপজেলার খেদাপাড়া গ্রামের আবুল বাসারের ছেলে মোটরসাইকেল চালক আনারুল (১৫)। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে দৌলদিয়া ঘাটে মারা যান তারা৷

আহত হয়েছেন মটরসাইকেলে থাকা খেদাপাড়া গ্রামের আজিবারের ছেলে হাসিব হোসেন(১৪) তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাখাওয়াত হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে বাইসাইকেলে চড়ে ধানক্ষেতে যাচ্ছিলেন আব্দুস সাত্তার। আর ষোলখাদার দিক থেকে দুই বন্ধু কে নিয়ে বাইক চালিয়ে আসছিল আনারুল। এসময় বাজারের কমিউনিটি ক্লিনিকের সামনে আসলে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলের সঙ্গে সংর্ঘষ হয়৷ এতে গুরুতর আহত হন আব্দুস সাত্তার ও আনারুল। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঐ রাতে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তাদের।

মণিরামপুর থানার ওসি সহিদুল ইসলাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।