বেনাপোল পোর্ট ধানার সাদিপুর গ্রামের আহসান (৪৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার রাত সাড়ে ১০ টার সময় এ ঘটনা ঘটে। মৃত আহসান সাদিপুর গ্রামের শামছুল হকের ছেলে।
মৃত আহসানের ভাই ইসমাইল হোসেন বলেন, রাত্রে তার ভাই ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় দেখে পথে একটি দোকান থেকে সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছেন সাদিপুর গ্রামের বল্টুর ছেলে আক্তার ওরফে বুনো আক্তার ও তার বন্ধুরা। এ সময় তার ভাই বিষয়টি মিমাংসার চেষ্টা করলে যুবকরা ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে গুরুতর আটত করে। এ খবর পেয়ে পরিবারের লোক তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বলেন, থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। থানায় অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে লাশ ময়না তদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।