রাজগঞ্জে অঞ্চলে ভাইরাস জ্বরের প্রকোপ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে অঞ্চলে ব্যাপক হারে দেখা দিয়েছে ভাইরাস জ্বর৷ চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় পল্লী চিকিৎসকেরা৷

জানাগেছে, রাজগঞ্জ অঞ্চলের প্রায় প্রতিটা বাড়ীতে কেউ না কেউ এ ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে৷ এই জ্বরে আক্রান্তরা অত্যান্ত দুর্বল হয়ে পড়ছে৷ স্থানীয় পল্লী চিকিৎসকরা আক্রান্তদের প্যারাসিটামল গ্রুপের ওষুধ সেবনের পরামর্শ দিচ্ছেন৷ চলতি সময়ের ভাইস জ্বরে আক্রান্তরা প্রতিদিন রাজগঞ্জ সাব সেন্টারসহ পল্লী চিকিৎসকদের দোকানে চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভিড় করছে৷

মঙ্গলবার রাজগঞ্জ বাজারের কয়েকটি পল্লী চিকিৎসকদের দোকানে সরেজমিনে দেখা গেছে, এই ভাইরাস জ্বরে আক্রান্তদের চিকিৎসা সেবা নিতে৷ এজ্বরে আক্রান্ত হচ্ছে বেশির ভাগ শিশু ও বৃদ্ধরা৷

ঝাঁপা ইউনিয়ন স্বাস্থ কেন্দ্রের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ জি.এম আবু তহিদ ও রাজগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, বর্তমান সময় আবহাওয়ার পরিবর্তন হচ্ছে৷ এজন্য ভাইরাস জনিত জ্বরের রোগ দেখা দিয়েছে৷ এজ্বরের স্থায়ীত্ব সপ্তাহ খানেক মত৷ নিয়মিত চিকিৎসা নিলেই এজ্বর সেরে যায়৷ তবে এখনকার এই জ্বর হলে মানুষ দুর্বল বেশি হয় এবং গায়ে একটু ব্যাথা ব্যাথা অনুভব হয়৷