বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রাম থেকে সেলিম নামে এক মাদক ব্যবসায়িকে ২৫ পিছ ইয়াবা সহ আটক করেছে র্যাপিড এক্যাশান ব্যাটালিয়ন র্যাব। শনিবার রাত ১১ টার সময় তাকে আটক করা হয়।
আটককৃত সেলিম বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।
যশোর র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার সুরত আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের শিবনাথপুর বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা সহ সেলিম নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত আসামিকে শার্শা থানায় মাদক মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।