যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশ সেবার সুযোগ দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
মঙ্গলবার দিনব্যাপী যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশে বেকারদের কর্মসংস্থান হয়। বিধবারা ভাতা পায়, মুক্তিযোদ্ধারা বিশেষ মর্যাদা পায়। অসুস্থ মানুষ চিকিৎসা পায়। বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীরা বই পায়। রাস্তাঘাট-ব্রিজের উন্নয়ন হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ত্যাগের মাধ্যমে দলের সর্বস্তরে ঐক্য গড়ে তুলতে হবে। দলের মধ্যে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রকারীরা সুযোগ সৃষ্টি করতে পারে কিন্তু সকলে একতাবদ্ধ থাকলে সে সুযোগ তারা পাবে না। বাংলাদেশকে ১৯৭৫’র পর পিছিয়ে দেওয়া এবং যুদ্ধাপরাধীরা পুনর্বাসিত করা শক্তি যেনো আর ক্ষমতায় আসতে না পারে এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এই সংসদ সদস্য।
উদ্বোধীত কাজগুলোর মধ্যে, কুমারচান্দা হতে সেকেন্দারকাটি পর্যন্ত ২১০০ কিলো পাকারাস্তা নির্মাণ, প্রায় ৬৬ লাখ টাকা ব্যয়ে রাজবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, ৭০ লাখ টাকা ব্যয়ে বড় পোদাউলিয়া প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, ৭০ লাখ টাকা ব্যয়ে বাকুড়া প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, বাকুড়া থেকে খলসি বাজার পাকারাস্তা নির্মাণ, ৫০ লাখ টাকা ব্যয়ে কুমরী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, ৬৫ লাখ টাকা ব্যয়ে ফেরিঘাট-কুলবাড়িয়া পাকারাস্তা নির্মাণ ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ উল্লেখ্যযোগ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, সাবেক দপ্তর সম্পাদক শাহীন-উল-কবীর, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, মহিলা সদস্য শাহানা আক্তার, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগ নেতা মাস্টার এনামুল কবির, আকবার হোসেন জাপানী, শংকরপুর ইউপি চেয়ারম্যান নিছার উদ্দিন, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান নজরুল চেয়ারম্যান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, সহসভাপতি সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার শফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মহাসিন আলী, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক এম আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান তোতন, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান, প্রধান শিক্ষক এরশাদ আলী, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা জাহান আলী, নাভারণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইমরান প্রমুখ।