সড়ক দুর্ঘটনায় আহত মৎস্য ব্যবসায়ীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত মৎস্য ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩০) এর মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার কৌটচাঁদপুরের পাতলিয়া গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, বৃস্পতিবার সকালে সাইফুল ইসলাম করিমন যোগে বাড়ি থেকে মাছ নিয়ে কৌটচাঁদপুর বাজারে আসছিলেন। পথিমধ্যে বাজার অদূরে আসলে অপর একটি করিমনের সাথে তার করিমনের সংঘর্ষ হয়। এতে তিনি নিতে পড়ে পুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কৌটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুর ১২ টার দিকে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।