তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় যশোর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, জননেতা মরহুম তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রেসক্লাব যশোরের মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল।

দোয়া মাহফিলের আগে মরহুরে স্মৃতিচরণ করে সংক্ষিপ্ত আলোচনায় বক্তরা বলেন, মরহুম তরিকুল দ্বীনের খেদমত করেছেন। যশোরের বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই মহান ব্যক্তিটির মৃত্যুতে যশোরের দ্বীনি প্রতিষ্ঠানগুলোর অপূরণীয় ক্ষতি হয়েছে। আল্লাহ তাঁকে বেহেস্তনসিব করুক। এ সময় তারা মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

দোয়া মাহফিলে কয়েক শত নেতাকর্মী অংশগ্রহন করেন। এসময় উপস্থিত জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল সালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা। জেলা ছাত্রদরের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারন সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। মুনাজাত শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।