মণিরামপুরে তুচ্ছ ঘটনায় একই পরিবারের চার জন জখম

যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চার জন জখম হয়েছেন। তারা হলেন মণিরামপুর উপজেলার চাকলা গ্রামের মৃত সুজা উদ্দিনের ছেলে নুর মো. গাজী (৬২), তার ছেলে লিটন (২৮), ভাই কামরুল ইসলাম (৫৫) ও রবিউল ইসলাম (৩৫)। গুরুতর অবস্থায় নুর মো. গাজী ও তার ছেলে লিটনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নুর মো. গাজী জানিয়েছেন, বুধবার দুপুর ১২ টার দিকে তিনি বাড়ির পাশ থেকে একটি চারা মেহগনি কাছ কাটেন। এ সময় প্রতিবেশি আব্দুর রশিদ ওই গাছের মালিক তিনি দাবি করেন। এতে তাদের দু’জনের মধ্যে বিরোধ হয়।

এক পর্যায় দুপুর সাড়ে ১২ টার দিকে আব্দুর রশিদের নেতৃত্বে নাইম, মুনসুর আলী, কাদের, লাখী, রবিক উদ্দিনসহ ১০-১২ জন তাদের বাড়িতে হামলাকরে নুর মো. গাজীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিবারের অন্য তিন সদস্য বাধাদিতে আসলে হামলাকারীরা তাদের কেউ কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।