বেনাপোলের আলোচিত গাজা পাচারের নিরাপদ রঘুনাথপুর গ্রাম থেকে ১০ কেজি গাজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার ভোরে রঘুনাথপুর সীমান্তের ২১ পিলারের ৩ শত গজ বাংলাদেশ অভ্যান্তরে অভিযান চালিয়ে এ গাজার চালান উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের আলী আহম্মদ এর ছেলে মনিরুল ও মাইনকা গ্রামের নজরুলের ছেলে রুবেল।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারাধন বলেন, গোপন সংবাদরে ভিত্তিতে ২১ নং পিলারের কাছে অবস্থান নিয়ে দেখা যায় ভারত থেকে দুইজন গাজার চালান নিয়ে প্রবেশ করছে। তখন তাদের ধাওয়া দিয়ে গাজা সহ আটক করা হয়। উদ্ধারকৃত গাজার ওজন ১০ কেজি।
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় মাদক মামলা দিয়ে গাজাসহ হস্তান্তর করা হয়েছে।