যশোরে পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যশোর বিআরটিএ অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে দিনব্যাপি পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার এ প্রশিক্ষণ হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেড সফিকুল ইসলাম। সহকারি পরিচালক লাইলাতুল মাওয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাফিক ওসি প্রশান্ত কুমার ঘোষ, মেডিকেল অফিসার ডাঃ মির আবু মাউদ, মটরযান পরিদর্শক হুমায়ুন কবির, রাজস্ব কর্মকর্তা আব্দুস সোবহান গাজী ও ২২৭ শ্রমিক সংস্থার সভাপতি মামুনুর রহমান বাচ্চু। প্রশিক্ষণে একাধিক চালকবৃন্দ উপস্থিত ছিলেন।